Dr. Neem on Daraz
Victory Day

সিরিয়ার ভূমি দখল করার ইচ্ছে নেই: এরদোগান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০২:২৮ পিএম
সিরিয়ার ভূমি দখল করার ইচ্ছে নেই:  এরদোগান

ঢাকা : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সেনা পাঠানোর পক্ষে আবার সাফাই গেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি দাবি করেছেন, সিরিয়ার ভূমি জবরদখল করার কোনো ইচ্ছে আঙ্কারার নেই।

তিনি রোববার (৮ মার্চ ) ইস্তাম্বুলে এক বক্তৃতায় দাবি করেন, সিরিয়ার শরণার্থীরা যাতে নিরাপদে তাদের ঘর-বাড়িতে ফিরে যেতে পারে সে লক্ষ্যে সিরিয়া-তুরস্ক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই সিরিয়ায় তার দেশের সেনা মোতায়েন করা হয়েছে।

তিনি এমন সময় এ দাবি করলেন যখন সিরিয়ার ইদলিব প্রদেশে এসব তুর্কি সেনা পাঠানোর আগে তিনি বলেছিলেন, দু’দেশের সীমান্ত থেকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করতে সেখানে তুর্কি সেনা মোতায়েন করা হচ্ছে।

সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে গত বৃহস্পতিবার পুতিন ও এরদোগানের মধ্যে সমঝোতা হয় ওই বক্তৃতায় সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার যে সমঝোতা হয়েছে সে সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার সেনাবাহিনী এ যুদ্ধবিরতি মেনে না চললে তাদের ওপর প্রবল আক্রমণ চালাবে তুর্কি সেনারা।

তুরস্ক গত বছরের ৯ অক্টোবর সিরিয়ার ইদলিব প্রদেশে অভিযান চালিয়ে সেখানকারই বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। সিরিয়ার সেনাবাহিনী যখন ইদলিবে তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল তখন তুরস্ক সন্ত্রাসীদের সমর্থনে ওই সেনা প্রেরণ করে।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে