Dr. Neem on Daraz
Victory Day

ইরানের পরমাণু সমঝোতা : ট্রাম্পের মস্তবড় ভুল- হিলারি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০১:০০ পিএম
ইরানের পরমাণু সমঝোতা : ট্রাম্পের মস্তবড় ভুল- হিলারি

ঢাকা : ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার মার্কিন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন।

তিনি রোববার (৮ মার্চ) মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা ছিল মস্তবড় ভুল পদক্ষেপ।

হিলারি বলেন, সংকীর্ণ মানসিকতা থেকে ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার ফলে এখন ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি দাবি করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে।

হিলারি ক্লিন্টন ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার সমালোচনা করলেও এমন সময় ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করলেন, যখন তেহরান কঠোর ভাষায় এ দাবি প্রত্যাখ্যান করে এসেছে।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে