ঢাকা : ভারতের সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ কংগ্রেস নেতা হংস রাজ ভরদ্বাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩।
ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা নিউজ২৪ জানিয়েছে, রোববার (৮ মার্চ) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান হংস রাজ ভরদ্বাজ।
পরিবার সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানায়, কিডনিজটিলতা ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই প্রবীন কংগ্রেস নেতা। কিডনি বিকল হয়ে গেলে গত বুধবার তাকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করে তার পরিবার। তিন দিন ধরে চিকিৎসার পর রোববার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সোমবার (৯ মার্চ ) বিকাল ৪টায় নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন হংস রাজ ভরদ্বাজের ছেলে অরুণ ভরদ্বাজ।
২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কর্ণাটকের রাজ্যপালের ভূমিকা পালন করেন হংস রাজ ভরদ্বাজ। ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কেরালার রাজ্যপালও ছিলেন তিনি। এরপর ভারতের আইনমন্ত্রী হন তিনি।
টানা নয় বছর কেরালার মন্ত্রিত্বের ভার বহন করার আইনমন্ত্রী হিসেবে পাঁচ বছর কেন্দ্রীয় মন্ত্রীসভায় দায়িত্ব পালন করেছেন ভরদ্বাজ।
দেশটির সাবেক আইনমন্ত্রী অশোক কুমার সেনের পরে হংস রাজই দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদ পূরণের রেকর্ড করেছেন।
আগামীনিউজ/হাসি