Dr. Neem on Daraz
Victory Day

একদিনের জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থী


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২০, ১০:৪৭ এএম
একদিনের জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থী

ঢাকা :  সমতার জন্য নারীদের আন্দোলন ও সংগ্রাম উদযাপন করতে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। জাতিসংঘের মতে, এবছর দিবসটির প্রতিপাদ্য ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

এদিকে,  ভারতের মহারাষ্ট্রের বুলদানার জেলা প্রশাসক সুমন রাওয়াত চন্দ্র। নারী দিবসকে কীভাবে অনন্য আলোয় আলোকিত করা যায়, সে ভাবনায় ছিলেন তিনি। তার ধারণা, আগামীতে সমাজের অন্যতম শক্তি হিসেবে যে নারীরা উঠে আসবে, তাদের মধ্যে দিয়েই উদযাপিত হোক নারী আজকের দিন। নিজের জেলার কয়েকজন স্কুলছাত্রীকে ডেকে পাঠান তিনি। এরপর তাদের মধ্য থেকে ভাবি জেলা প্রশাসক হিসেবে একজনকে বেছে নেয়ার সিদ্ধান্ত নেন।

জেলা পরিষদের স্কুলছাত্রী পুনম দেশমুখ অত্যন্ত বুদ্ধিমতী। তাকেই মনে ধরে গেল জেলা শাসকের। একটি দিনের জন্য পুনমকে নিজের চেয়ার ছেড়ে দেন জেলা প্রশাসক সুমন। আর পুনমও দিব্যি দিনভর কাজ সামলে দিল। তাকে অবশ্য সাহায্য করার জন্য কাছে ছিলেন সুমন। আর নারী শক্তির উত্থানের প্রতীক হিসেবে তিনি যাকে বেছে নেন, সেই পুনমের দক্ষতা দেখেও অবাক হয়েছেন তিনি।

এই একদিনের জেলা প্রশাসককে নিয়ে বর্তমান জেলা প্রশাসক ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।

ছবির নিচে আবার ক্যাপশন দিয়ে সুমন রাওয়াত লিখেছেন, ‘আজকের জেলাশাসক জেলা পরিষদের মেধাদীপ্ত ছাত্রী পুনম দেশমুখ। এভাবেই আরো অনেক ছাত্রীই আগামী দিনের জেলা শাসক হিসেবে।’

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে