Dr. Neem on Daraz
Victory Day

ইদলিবে যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করলেন আসাদ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ০১:০৭ পিএম
ইদলিবে যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করলেন আসাদ

ঢাকা : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনালাপে সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনা সমর্থন করেছেন। রাশিয়া সিরিয়া সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় টেলিফোনালাপে পুতিনকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট আসাদ।

এ সময় প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্টকে এই বলে আশ্বস্ত করেন যে, ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সংঘর্ষপীড়িত ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে এক সমঝোতায় উপনীত হন।

এদিকে শুক্রবার (৬ মার্চ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। বৈঠকে উপস্থিত কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠক থেকে ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করে একটি বিবৃতি প্রকাশের চেষ্টা করা হলেও আমেরিকার বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে