Dr. Neem on Daraz
Victory Day

করোনায় প্রাণহানি বেড়ে ৩৪৮৩, কুয়েতে বিমান চলাচল বন্ধ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ১১:৫০ এএম
করোনায় প্রাণহানি বেড়ে ৩৪৮৩, কুয়েতে বিমান চলাচল বন্ধ

ঢাকা : বিশ্বজুরে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা ৩ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে তিন হাজার ৭০ জনই চাইনিজ। বাকিরা ইতালি, ইরান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক। 

শনিবার (০৭ মার্চ) চীনের মধ্যপ্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। তবে সেখানে ইতালি ও ইরানের চেয়ে মৃত্যুর হার কম। দক্ষিণ কোরিয়ায় ৬ হাজার ৫৯৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪২ জন। মৃত্যুর হারে চীনের পরেই রয়েছে ইতালি। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন, আর মারা গেছেন ১৯৭জন। আর ইরানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৪৭ জন, মারা গেছেন ১২৪ জন।

এদিকে, করোনার প্রকোপ থেকে মুক্তি পেতে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের সঙ্গে বিমান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। যা শুক্রবার (০৬ মার্চ) থেকে কার্যকর হয়েছে। 

আগামী এক সপ্তাহের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। অন্যান্য দেশগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা, সিরিয়া, লেবানন, ফিলিপাইন, সিরিয়া ও মিশর।

উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আগামীনিউজ/মিজান 


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে