Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের কথা ভাবছে, রাশিয়ার হুঁশিয়ারি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৬, ২০২০, ০৭:৪৪ পিএম
যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের কথা ভাবছে, রাশিয়ার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের কথা ভাবছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। শুক্রবার (৬ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে পরমাণু যুদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজ পরমাণু অস্ত্রের সক্ষমতা কেবল বাড়াচ্ছেই না বরং হালকা পরিস্থিতিতেও এ সব অস্ত্র ব্যবহারের সীমারেখা নামিয়ে আনছে। ফলে সামান্য অজুহাতেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়ছে।

রাশিয়ার আগ্রাসন চালাতে যাচ্ছে এ জাতীয় ভুয়া হুমকির ভিত্তিতে মার্কিন পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কাই কেবল বাড়ছে বলেও জানান তিনি।

পাশাপাশি তিনি উত্তেজনা হ্রাস এবং বৈশ্বিক স্থিতিশীলতা বাড়ানোর লক্ষ্যে  যুক্তরাষ্ট্রকে অস্ত্র নিয়ন্ত্রণের পথ বেছে নেয়ার আহ্বানও জানান। -সূত্র : পার্সটুডে


আগামীনিউজ/কাজি/সবুজ/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে