Dr. Neem on Daraz
Victory Day

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ফের উদ্বেগ প্রকাশ ব্রিটেনের


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২০, ০৫:০৭ পিএম
ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ফের উদ্বেগ প্রকাশ ব্রিটেনের

ভারতের দিল্লি সহিংসতায় প্রাণহানী এবং সম্পত্তিহানী নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন।

দেশটির বিরোধী দল লেবার পার্টির সদস্য খালিদ মাহমুদ বুধবার (৪ মার্চ) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে প্রশ্ন উত্থাপন করলে পররাষ্ট্র ও কমনওয়েলথ প্রতিমন্ত্রী নাইজেল অ্যাডাম বলেন, ‘মানবাধিকারসহ সব বিষয় নিয়ে আমরা ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ব্রিটিশ সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর সম্ভাব্য প্রভাব নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।’ 

নয়াদিল্লির সঙ্গে লন্ডনের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে অ্যাডাম বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে আমরা অনেক জটিল বিষয় নিয়ে আলোচনা করতে পারি। সংখ্যালঘুদের অধিকারসহ যে সব বিষয় নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে, তা জানাব।’ আর এক ব্রিটিশ এমপি নুসরাত গানি আবেদন জানিয়েছেন, সরকার যেন এ বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করে।

লেবার পার্টি এমপি তনমনজিৎ সিংহ দেশি জানিয়েছেন, দিল্লির অশান্তির ঘটনা তাকে মনে করিয়ে দিয়েছে ১৯৮৪ সালের শিখ হিংসার দিনগুলিকে। ওই সময় তিনি কলেজে পড়তেন।- সূত্র : আননন্দবাজার

 

 

 

আগামীনিউজ/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে