Dr. Neem on Daraz
Victory Day

দিল্লিতে পোড়ানো হয়েছে ১২২ বাড়ি, ৩০০ গাড়ি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ০৩:৫৭ পিএম
দিল্লিতে পোড়ানো হয়েছে ১২২ বাড়ি, ৩০০ গাড়ি

দিল্লি সহিংসতায় ক্ষতির পরিমান কত, সে হিসাব করা একেবারেই অসম্ভব। বাড়ি গাড়ি পুড়ে গেলে হয়তো হিসাব করা যায়, কিন্তু ৪৭টি তাজা প্রাণের হিসাব করা একেবারেই সম্ভব নয়।

তারপরও ক্ষয়-ক্ষতির হিসাব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে উত্তর-পূর্ব দিল্লির জেলা প্রশাসন। ওই প্রতিবেদনে দেখা গেছে, হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে গেছ ১২২টি বাড়ি, ৩২২টি দোকান এবং ৩০১টি গাড়ি। চূড়ান্ত প্রতিবেদনে এই সংখ্যা আরো বাড়বে বলেও জানানো হয়েছে। 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে ক্ষয়ক্ষতির এই প্রতিবেদন তৈরি করা হয়। 

অন্যদিকে দিল্লি ফায়ার সার্ভিসের ফাইল করা রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহে সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে ৭৯টি বাড়ি, ৫২টি দোকান, পাঁচটি গোডাউন, চারটি মসজিদ, তিনটি কারখানা এবং দুটি স্কুল। ৫০০টির বেশি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। সূত্র: ইন্ডিয়া টাইমস

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে