ঢাকা : বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি পদত্যাগ করেছেন।
রাজনৈতিক সংকটের মুখে স্থানীয় সময় সোমবার (০২ মার্চ) এক ভিডিও বার্তায় আলাভি এ তথ্য জানিয়েছেন।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ১৫ দিনের মধ্যে অন্য কাউকে এ দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন।
এর আগে আলাভি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার সদস্যদের বাছাইয়ের পর পার্লামেন্টের আস্থা অর্জনের চেষ্টা করলেও কোরাম সংকটের কারণে দুইবার ব্যর্থ হন।
আগামীনিউজ/মিজান