Dr. Neem on Daraz
Victory Day

আন্দোলনকারীদের সরিয়ে শাহীনবাগে ১৪৪ ধারা জারি


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২০, ০৩:০৬ পিএম
আন্দোলনকারীদের সরিয়ে শাহীনবাগে ১৪৪ ধারা জারি

সংগৃহীত ছবি

ঢাকা : ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দক্ষিণ-পূর্ব দিল্লির শাহীনবাগে গত দুই মাস ধরে অবস্থান নিয়েছেন নানা বয়সের মুসলিম নারী-পুরুষ।

শনিবার স্থানীয় হিন্দু সেনা ওই আন্দোলনকারীদের সরিয়ে রাস্তা খুলে দেওয়ার ঘোষণার পর অনভিপ্রেত পরিস্থিতি ঠেকাতে রোববার (১ মার্চ) ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। 

এর আগে গেল বছরের ১৫ ই ডিসেম্বর থেকে রাস্তায় অবস্থান নিয়ে আছেন শাহীনবাগের সিএএবিরোধী আন্দোলনকারীরা।

এদিকে, হিন্দুসেনা এক বিবৃতিতে জানিয়েছে পুলিশের চাপের মুখে তারা রোববারের (১ মার্চ) কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

অন্যদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব দিল্লির সহিংস ঘটনার পর তারা পূর্ব সতর্কতা হিসেবে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। এছাড়াও, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে হিন্দুসেনা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় ধন্যবাদ জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুইটি নারী কোম্পানি সহ পুলিশের মোট ১২টি কোম্পানি সেখানে মোতায়েন করে রাখা হয়েছে।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে