Dr. Neem on Daraz
Victory Day

করোনায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে প্রথম মৃত্যু


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২০, ০২:৩৬ পিএম
করোনায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে প্রথম মৃত্যু

ঢাকা : যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আক্রান্ত ব্যক্তি ৫০ বছর বয়সী এবং ওয়াশিংটনের বাসিন্দা ছিলেন। আর অস্ট্রেলিয়ায় মারা যাওয়া ব্যক্তি জাপানে কোয়ারেন্টাইন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস জাহাজের যাত্রী ছিলেন। তার বয়স ছিল ৭৮ বছর। 

অন্যদিকে, থাইল্যান্ডে মারা যাওয়া ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হয়েছিলেন। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন রোগ নিয়ন্ত্রণ দফতরের মহাপরিচালক সুয়ানচাই ওয়াত্তনায়িংচারোয়েন। গত জানুয়ারি থেকে থাইল্যান্ডে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অপরদিকে ১১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, মার্কিন ব্যক্তি সিয়াটলের কাছাকাছি কির্কল্যান্ডের এভারগ্রিনহেলথ হাসপাতালে মারা যান। ওয়াশিংটনের স্বাস্থ্য বিভাগের রোগ সংক্রামক ইউনিটের প্রধান জেফরে ডাচিন বলেছেন, ওই ব্যক্তি কীভাবে ভাইরাসটির সংস্পর্শে এসেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, করোনাভাইরাসে এ পর্যন্ত চীনে প্রাণ হারিয়েছে প্রায় ৩ হাজার মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। চীনের বাইরে ৫৭টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে