Dr. Neem on Daraz
Victory Day

অস্ট্রেলিয়ায় প্রথম করোনা রোগির মৃত্যু


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২০, ১২:১১ পিএম
অস্ট্রেলিয়ায় প্রথম করোনা রোগির মৃত্যু

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। ৭৮ বছর বয়সী ওই ব্যক্তি জাপানে কোয়ারেন্টাইন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস জাহাজের যাত্রী ছিলেন। একজন যাত্রীর মাধ্যমে ওই জাহাজের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রিউ রবার্টসন বলেন, রোববার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রিউ রবার্টসন বলেন, তার মৃত্যুতে তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। দুর্ভাগ্যজনকভাবে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

তিনি বলেন, ডায়মন্ড প্রিন্সেস থেকে কোয়ারেন্টাইনে রাখার পর প্রাথমিকভাবে তাকে হাওয়ার্ড স্প্রিংয়ে পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে তাকে পার্থ এলাকার স্যার চার্লস গেইর্ডনার হাসপাতালে নেয়া হলে রোববার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে