Dr. Neem on Daraz
Victory Day

ধর্মীয় শোভাযাত্রায় ট্র্যাক্টর বিস্ফোরণ,নিহত ১৫


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২০, ০৩:০৭ এএম
ধর্মীয় শোভাযাত্রায় ট্র্যাক্টর বিস্ফোরণ,নিহত ১৫

ভারতের পাঞ্জাবে নগরকীর্তন চলাকালে বাজি ভর্তি ট্র্যাক্টর বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। 

শনিবার(০৮ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের তরণতারণের ডালেক গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শিখদের এক ধর্মগুরু বাবা দীপ সিংহের জন্মদিন ছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পাঞ্জাবের তরণতারণ এলাকার একটি অঞ্চলে শোভাযাত্রা নিয়ে নগরকীর্তন করতে বের হয় ধর্মীয় সংস্থার লোকজন।

 ঢাক, ডোল ও কাঁসর ঘণ্টা নিয়ে কীর্তন করার পাশাপাশি বাজিও ফাটাচ্ছিল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। তাই শোভাযাত্রার সঙ্গে একটি বাজি ভর্তি ট্র্যাক্টরও নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ ওই ট্র্যাক্টরে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহত হয় আরো ২০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগামীনিউজ/নাঈম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে