প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে আগেই সতর্ক করে দেয়া সেই চিকিৎসক লি ওয়েনলিয়াং (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভাইরাসের কেন্দ্রস্থল উহানে ওই চিকিৎসক মারা যান।
১২ জানুয়ারি থেকে লি ওয়েনলিয়াং হাসপাতালে ভর্তি থাকলেও তার শরীরে করোনাভাইরাসের বিষয়টি ধরা পড়ে গত ১ ফেব্রুয়ারি। রোগীর দেহ থেকে লির শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বলে জানা যায়।
লি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। কর্মরত ছিলেন উহান সেন্ট্রাল হাসপাতালে। ডিসেম্বরে সাত ব্যক্তির শরীরে তিনি নতুন এই ভাইরাসটি শনাক্ত করেন। সূত্র : বিবিসি।
আগামীনিউজ/মাসুম