Dr. Neem on Daraz
Victory Day

রোহিঙ্গাদের ১০ লাখ ইউরো দেয়ার প্রতিশ্রুতি ইতালির


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২০, ০২:৪৪ এএম
রোহিঙ্গাদের ১০ লাখ ইউরো দেয়ার প্রতিশ্রুতি ইতালির

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে তার সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ঢাকা-রোম সহযোগিতা বাড়াতে সম্মতি দিয়েছে ইতালি। রোহিঙ্গাদের সহায়তায় আরো ১০ লাখ ইউরো দেয়ার প্রতিশ্রুতি।
 
 বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রায় এক ঘণ্টার এ বৈঠকে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন এবং দু’দেশের মধ্যকার বর্তমান আর্থ-সামাজিক অবস্থানে উভয় সন্তোষ প্রকাশ করেন।

ইতালি প্রধানমন্ত্রী আলোচনাকে ‘ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করে বলেন, এর মধ্যদিয়ে ঢাকার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনাকালে জিউসেপ কোঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ার আপনার ‘সুপার হিউম্যান’ উদ্যোগ প্রশংসনীয়।’

কোঁতে বলেন, রোহিঙ্গাদের জন্য বর্তমান সহায়তার অতিরিক্ত সহায়তা ইউএনএইচসিআর-এর মাধ্যমে দেয়া হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে নির্দেশনা মেনে চলতে মিয়ানমারকে বাধ্য করতে ইতালিসহ আন্তর্জাতিক

সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ইতালিকে বাংলাদেশের মহান বন্ধু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর তাৎক্ষণিকভাবে যে ক’টি ইউরোপীয় দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার মধ্যে ইতালি অন্যতম। তার এ সফরের পর দ্বি-পক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আগামী নিউজ/এমএন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে