Dr. Neem on Daraz
Victory Day

প্রকৃতির রূপ সমৃদ্ধ ভবন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০, ০৪:৪৪ পিএম
প্রকৃতির রূপ সমৃদ্ধ ভবন

সদা নতুনত্বের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। ধীরে ধীরে পরিবর্তন আসছে মানুষের চিন্তা-চেতনা ও অভিরুচিতেও। এবার কানাডার একদল স্থপতির মাথায় এলো অদ্ভুত এক ভবনের আকৃতি। তারা প্রস্তাব করলেন বনের মধ্যেই একটি ৪৮ তলা বিল্ডিং তৈরি করা হবে, যা হবে সম্পূর্ণভাবে প্রকৃতির রূপে সমৃদ্ধ।

কানাডার কুইবেক ভিত্তিক ওই স্থপতিদের প্রস্তাবিত ভবনটি সত্যিই অদ্ভুত হবে। এতে যা থাকবে তা হবে প্রচলিত ইটপাথরের ভবন থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত এত বড় একটি ভবনের জন্য প্রচুর ইটপাথর লাগার কথা। কিন্তু না, এটি হবে সম্পূর্ণ গ্রিনহাউস ধরনের ভবন। কাঁচ ও ইটপাথরের সঙ্গে ভবনটিতে থাকবে মনোরম প্রাকৃতিক পরিবেশ।

ভবনটি একটি বনের মধ্যে নির্মাণ করা হবে। এতে সব আধুনিক সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি থাকবে মানুষ ও প্রকৃতির এক মেলবন্ধনের সুযোগ। ভবনটিতে থাকবে প্রয়োজনীয় সবজি বাগান ও ফলমূলের গাছ। শুধু কি তরতাজা খাবারের ব্যবস্থা? থাকবে সুপেয় পানীয়ের ব্যবস্থাও। নিরাপদ ও সুপেয় পানীয়ের জন্য ভবনটিতে থাকবে বৃষ্টি ও তুষার ধরে রাখার সুব্যবস্থা, যা হবে নিরাপদ পানির গুরুত্বপূর্ণ উৎস।

বিলাসী ফ্ল্যাট মালিকদের জন্য রয়েছে হেলিকপ্টার হ্যাঙ্গারের সুবিধা। তারা হেলিকপ্টারে চড়ে প্রাকৃতিক পরিবেশ অবলোকন করতে পারবেন। এভাবে ভবনের ভেতর থেকেই প্রাকৃতিক প্রায় সব সুবিধা ভোগ করা যাবে অনায়াসেই।

মু আর্কিটেকচারের এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘পিকুলিয়ারি’, যা বিশেষতই পিকুলিয়ার তথা অদ্ভুত।

আগামীনিউজ/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে