Dr. Neem on Daraz
Victory Day

নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০১:১৯ পিএম
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

ঢাকাঃ আফ্রিকার দেশ নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এক রাজ্যের রাজাকে প্রাসাদে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পাশাপাশি রানিকেও অপহরণ করেছে তারা।

আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এই ঘটনা ঘটে। নিহত রাজার নাম সেগুন আরেমু। এই হামলার সঙ্গে জড়িত বন্দুকধারী কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছেন কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

খবরে বলা হয়েছে, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো।

রাজা সেগুন আরেমু হত্যাকাণ্ডকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য বলে আখ্যা দিয়েছেন দেশটির গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ। দেশটির পুলিশ জানিয়েছে, হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যেই দেশটিতে এই হত্যাকাণ্ড ঘটলো এবং অপহরণের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বোলা টিনুবু। এরপর থেকে অন্তত ১,৮০০ এর বেশি মানুষ অপহৃত হয়েছে। এর জেরে, সুশীল সমাজের ৫০টি সংগঠন দেশটিতে জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছে।

নাইজেরিয়া শত শত ঐতিহ্যবাহী শাসকের আবাসস্থল। যাদের কোনো সাংবিধানিক ভূমিকা নেই, কিন্তু সম্প্রদায়ের সদস্যরা তাদের সম্মান করেন। তাদের প্রায়ই স্থানীয় জনগণের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে