Dr. Neem on Daraz
Victory Day

৬১ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০৯:২৮ এএম
৬১ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি

ঢাকাঃ ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অন্তত ৬১ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকাটিতে থাকা যাত্রীদের কেউই জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও আছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে রোববার (১৭ ডিসেম্বর) এই খবর প্রকাশ করেছে বিবিসি।


জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬১ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, প্রায় ৮৬ জন আরোহী নিয়ে জুওয়ারা শহর থেকে ছেড়ে এসেছিল নৌকাটি। যাত্রা শুরুর পর বড় বড় ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৬১ অভিবাসী নিখোঁজ হন। তাদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।


অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা। প্রতিবছর ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকাডুবির ঘটনা বেড়েছে। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় পথেই অনেকে সবচেয়ে করুণ পরিণতি বরণ করছেন।


এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে