Dr. Neem on Daraz
Victory Day

আজ বন্ধুকে টাকা ফেরত দেয়ার দিন


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৬:১৬ পিএম
আজ বন্ধুকে টাকা ফেরত দেয়ার দিন

ঢাকাঃ জীবনে টাকার গুরুত্বপূর্ণ অপরিসীম। এই টাকাকে ঘিরেই সব। ভাব, ভালোবাসা, আদর যতই থাক না কেন টাকা ছাড়া সব অচল। টাকা ছাড়া কোনো সম্পর্কই টেকে না। কথায় আছে, টাকা যায় বন্ধুত্ব করতে, ফেরে বিবাদ হওয়ার পর। সংসারে অশান্তি থেকে দুই বন্ধুর ঝামেলা-সব কিছুরই নেপথ্যে কিন্তু টাকা।

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১ জনের
বন্ধুর সঙ্গে দেখা করতে চীনে পুতিন
কোনো ছাড় হবে না, ফাউল করলেই লাল কার্ড: কাদের


আমাদের অভ্যাস আছে অন্যের থেকে টাকা ধার নেয়া। কিন্তু পরবর্তীতে কিছুতেই তা ফেরত দিতে চান না অনেকে। আবার সেই টাকা চাইতে গেলেও বিপত্তি। শুধু তাই নয়, এখন এমন অনেক খবর শোনা যায় যেখানে স্রেফ টাকার জন্য একজন অন্যজনকে খুন করে ফেলতেও দ্বিধা করছে না।

ধারের টাকা পরিশোধ না করায় বন্ধুত্বের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে? যদি তাই হয়, তাহলে আজ কিন্তু সে দূরত্ব দূর করার সুযোগ রয়েছে। কারণ আজ বন্ধুকে টাকা ফেরত দেয়ার দিন।

টাকা বা অর্থ বন্ধুত্বে ফাটল ধরায় কিনা তা নিয়ে এক জরিপ চালায় যুক্তরাষ্ট্র। ফ্রেন্ডস এগেইন রিপোর্ট নামে ওই জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ অংশগ্রহণকারীরই বন্ধুত্ব নষ্ট হয়েছে, টাকা ধার নেয়ার কারণে কিংবা ধারের টাকা কখনোই ফেরত না পাওয়ার কারণে!

এ সমস্যা সমাধানের উপায় হিসেবে প্রত্যেক বছরের ১৭ অক্টোবরকে 'ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড' হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর এদিনে দিনটি পালন করছে দেশটি। তাই প্রিয় বন্ধুকে নিয়ে তিক্ত অনুভূতিকে দূর করতে আজই বসে পড়ুন আপনার মোবাইল ব্যাংকিং নিয়ে। 

সূত্র : ন্যাশনাল টুডে

আগামী নিউজ/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে