বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশ ও শহরে শনাক্ত হচ্ছে এই ভাইরাসে আক্রান্তরা। এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত এক নারীকে শনাক্ত করা হয়েছে। জো হুয়ামিন নামে ওই নারী চীনা নাগরিক। খবর জিনিউজের।
জানা গেছে, জো হুয়ামিন নামের ২৮ বছর বয়সী ওই নারী ৬ মাস আগে ভ্রমণে বেরিয়েছিলেন। নামিবিয়া, মরিসাস, মাদাগাস্কা হয়ে গত ২৪ জানুয়ারি ভারতে প্রবেশ করেন তিনি। এরপরই করোনাভাইরাস সন্দেহে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২৬ জানুয়ারি) রাতে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা হাসপাতালে।
করোনাভাইরাস ভয়াবহ আকার নিয়েছে চীনে। চীন ছাড়াও একাধিক দেশে আতঙ্ক তৈরি হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে এক লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৮০ জনের। বিশ্বের বিভিন্ন দেশ এই ভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
আগামীনিউজ/হাসি/এনএনআর