Dr. Neem on Daraz
Victory Day

ভারী বর্ষণ ও ভূমিধসে ব্রাজিলে নিহত ৫৩


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ১১:১১ এএম
ভারী বর্ষণ ও ভূমিধসে ব্রাজিলে নিহত ৫৩

একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। প্রবল ঝড়বৃষ্টিতে দক্ষিণ-পূর্ব ব্রাজিলে রবিবার (২৬ জানুয়ারি) পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে অনেকে। দেশটির ৯৯টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

দেশটির মিনাস গেরিয়াস প্রদেশে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এছাড়া প্রতিবেশী প্রদেশ এসপিরিটো সান্তোতে নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বিপর্যয় মোকাবেলা কর্মকর্তারা এ খবর দিয়েছেন। তারা জানিয়েছেন, এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে। টানা ঝড়বৃষ্টি ও ভূমিধসে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ২০ হাজারের বেশি মানুষ।

মিনাস গেরিয়াস প্রদেশের রাজধানী বেলো হরিজন্তেতে বৃহস্পতিবার থেকে শুক্রবার ২৪ ঘণ্টায় ১৭১ মিলিমিটার (৬.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। যা দেশটির ১১০ বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

স্টেট গভর্নর গুস্তাভো জেমা দেশটির ৯৯ শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া যারা মারা গেছেন তাদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছেন তিনি। এসপিরিটো সান্তো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সুরক্ষার স্বার্থে প্রায় ২৫ হাজার মানুষকে পাঠানো হয়েছে অন্যত্র। গত দুদিনের এই প্রবল বিপর্যয়ে গৃহহীন হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ। কিছু কিছু জায়গা ভূমিধসের জেরে যোগাযোগব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি।

সরকারি সূত্র জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তর-পূর্ব ব্রাজিলের বেশিরভাগ নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। কিছু জায়গায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় প্রবল ঝড়ের ফলে ভেঙে পড়েছে প্রচুর গাছ। এর ফলে বন্ধ হয়েছে উত্তর-পূর্ব ব্রাজিলের সমস্ত হাইওয়ে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি ব্রিজও।

আগামীনিউজ/হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে