Dr. Neem on Daraz
Victory Day

মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৯:৫৬ পিএম
মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত

ঢাকাঃ ইউক্রেনের মধ্যাঞ্চলের আকাশে দুটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে অন্তত তিন পাইলট মারা গেছেন। শনিবার দেশটির বিমান বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলটের এই প্রাণহানির ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনেকে পশ্চিমাদের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণে ব্যাপক প্রচেষ্টা শুরু করা হয়েছে।


এর মাঝেই দেশটিতে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিমারা ইউক্রেনের যুদ্ধের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে ৬১টি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দেশটির বিমানবাহিনী বলেছে, নিহত তিন পাইলটের একজনের নাম জুস। আন্তর্জাতিক গণমাধ্যমে অসংখ্য সাক্ষাৎকার দেওয়ার পর সুপরিচিত হয়ে উঠেছিলেন তিনি। 

টেলিগ্রামে নিজেদের অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।


মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

সূত্র: রয়টার্স।  


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে