সংগৃহীত ছবি
ঢাকাঃ বিশ্বব্যাপী ঝড় তুলেছে ‘বার্বি’। ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে মৌমাছির মতো ভিড় করছেন দর্শক। সেইসঙ্গে মেতে উঠেছেন বার্বি ফ্যাশনে। এবার তাদের জন্য মন খারাপ করা খবর হলো, সমকামিতার অভিযোগে কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে ‘বার্বি’।
এ প্রসঙ্গে কুয়েতের সিনেমা সেন্সরশিপ কমিটির প্রধান লাফি আল-সুবেই জানিয়েছেন, ‘বার্বি’ কুয়েতি সমাজকে ভুল পথে চালিত করতে পারে।
কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের অধিবাসীরা রক্ষণশীল মনভাবের। এ কারণে সেখানে সমকামিতা নিষিদ্ধ। কিন্তু ‘বার্বি’ ছবিটিতে সমকামিতা বিষয়ক দৃশ্য রয়েছে। এর ক্ষতিকর প্রভাব জনসাধারণের নীতি-নৈতিকতার ওপর পড়তে পারে। এই কারণ দেখিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ছবির ওপর।
এর আগে জুন মাসে সমকামিতা প্রচার করার অভিযোগে স্পাইডার-ম্যান অ্যানিমেশন নিষিদ্ধ করে কুয়েত। অ্যানিমেশনটির একটি দৃশ্যে এলজিবিটি প্রাইডের পতাকা ছিল বলে জানা গেছে। এবার নিষিদ্ধের আওতায় আনা হলো ‘বার্বি’কে।
এমআইসি