Dr. Neem on Daraz
Victory Day

৯ আগস্ট পার্লামেন্টের বিলোপ চান শেহবাজ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ১১:৩৫ পিএম
৯ আগস্ট পার্লামেন্টের বিলোপ চান শেহবাজ

ফাইল ছবি

ঢাকাঃ সাংবিধানিকভাবে পাকিস্তানের বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হতে চলেছে আগামীকাল ৯ আগস্ট। ওই দিনই পার্লামেন্ট ও মন্ত্রিসভা ভেঙে দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে চিঠি লিখবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শেহবাজ। তিনি বলেন, ‘আগামীকাল আমাদের সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। ওই দিনই পার্লামেন্ট ও মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে আমি প্রেসিডেন্টকে চিঠি লিখব। তারপর যথাসময়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবে।’


এদিকে পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ মঙ্গলবার সকালে জানিয়েছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন— সে সম্পর্কে এখনও প্রধানমন্ত্রী শেহবাজ শরিয়ের সঙ্গে আলোচনা হয়নি তার।

‘আশা করছি আগামী কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এবং সেখানেই এ সম্পর্কে আলোচনা হবে,’ মঙ্গলবার সাংবাদিকদের বলেন রিয়াজ।

তবে রিয়াজ জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রীদের নামের সংক্ষিপ্ত তালিকা নিয়ে তার দল ও জোটসঙ্গীতের মধ্যে আলোচনা শেষ হয়েছে এবং ৩ জন সম্ভাব্য প্রার্থী এক্ষেত্রে এগিয়ে রয়েছেন।


পরে পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে ‘অফ দ্য রেকর্ডে’ তিনি বলেন, ‘এগিয়ে থাকা’ এই তিন প্রার্থীর কেউই রাজনীতিবিদ নন এবং এই তালিকায় একজন অর্থনীতিবিদও রয়েছেন।

পাকিস্তানের সংবিধানে উল্লেখ রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বগ্রহণের পর তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। তবে শনিবার দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী আজম নাজির তারার জানিয়েছেন, এখনও ভোটার তালিকা হালনাগাদ হয়নি। আদমশুমারির মাধ্যমে এই তালিকা হালনাগাদ করতে হবে। ফলে নির্ধারিত সময়সীমা, অর্থাৎ আগামী নভম্বেরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম।

মঙ্গলবার বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ জানিয়েছেন, সরকার ও নির্বাচন কমিশনের এই অবস্থানের সঙ্গে তিনি, তার দল ও জোটসঙ্গীরা একমত।


‘আমার ধারণা, আগামী ছয় মাস পর নির্বাচন হবে পাকিস্তানে,’ ডনকে বলেন রিয়াজ। 


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে