Dr. Neem on Daraz
Victory Day

ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ১১:০৬ পিএম
ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ছবি-আনাদোলু এজেন্সি

ঢাকাঃ ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযোগ, নিহত ফিলিস্তিনিরা তাদের ওপর হামলা চালাতে যাচ্ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার সৈন্যরা একটি গাড়িতে গুলি চালায় এবং তিন যাত্রীকে হত্যা করে।

ওই বিবৃতিতে অনুসারে, কিছুক্ষণ আগে জেনিন শরণার্থী শিবির থেকে উগ্রবাদীদের নিয়ে একটি গাড়ি বের হয়। তারা যখন হামলা চালাতে যাচ্ছিল, তখন তাদের শনাক্ত করা হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী নায়েফ আবু সুইকও রয়েছে। তিনি জেনিন শরণার্থী শিবিরের একজন নেতৃস্থানীয় সামরিক ব্যক্তিত্ব।

তারা আরও বলেছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল আবু সুইক। গাজা উপত্যকার উগ্রবাদীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তাদের পরিচালিত সামরিক কার্যকলাপে তিনি যুক্ত ছিলেন।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন হামাসের নিয়ন্ত্রণে আছে। ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসকে উগ্রবাদী সংগঠন বলে মনে করে।

ফিলিস্তিনিদের হতাহতের ঘটনায় হামাসের একজন মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এ হতাহতের ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হবে।

তিনি এক বিবৃতিতে বলেন, (ইসরায়েলি) শত্রুরা ফিলিস্তিনের তিন ব্যক্তিকে হত্যা করেছে। তাদেরকে এ হত্যাকাণ্ডের জন্য মূল্য পরিশোধ করতে হবে। তারা কোনোভাবেই রেহাই পাবে না।

অধিকৃত পূর্ব জেরুসালেম থেকে করা রিপোর্টে আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ জামজুম বলেছেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জেনিনের দক্ষিণে ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র : আল-জাজিরা


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে