Dr. Neem on Daraz
Victory Day

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৭ সৈন্যসহ নিহত ৩৪


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ১১:৪৬ এএম
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৭ সৈন্যসহ নিহত ৩৪

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় সেনাসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে এ হামলা হয়েছে। নিহতদের মধ্যে সাতজন সেনা সদস্য রয়েছেন।

সোমবার বিকেলে এ হামলা হয় বলে জানিয়েছেন একটি নজরদারি গ্রুপের প্রধান ও স্থানীয়রা। খবর রয়টার্সের।

নজরদারি গ্রুপের প্রধান ইসমাইল মাগাজি জানান, স্থানীয় মারু সরকারের প্রত্যন্ত এলাকা দান গুলিতে বন্দুকধারীরা হামলা চালায়। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা লাওয়ালি জোনাই বলেন, বন্দুকধারীদের হামলায় গ্রামের ২৭ সদস্য নিহত হয়েছেন। এসময় তাদের রক্ষার্থে সেনা সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা নৃশংসভাবে তাদের ওপরও হামলা করে। এতে সেনা বাহিনীর সাত সদস্য নিহত হন।

এ বিষয়ে নিশ্চিত হতে তাৎক্ষণিকভাবে জামফারা রাজ্য পুলিশের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাড়া পায়নি রয়টার্স।

নাইজেরিয়ায় এ ধরনের ভারী অস্ত্রে সজ্জিত লোকেরা দস্যু হিসেবে পরিচিত। তারা গত তিন বছর ধরেই উত্তর পশ্চিমাঞ্চলে নৃশংসতা চালিয়ে আসছে। এ সময়ে তারা হাজার হাজার মানুষকে অপহরণ, শত শত মানুষকে হত্যা ও কিছু এলাকায় চলাচল অনিরাপদ করে ফেলেছে।

উল্লেখ্য, আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলা স্বাভাবিক ঘটনা। ওই এলাকায় দস্যুদের হামলা নিয়মিত ঘটনা। এ ছাড়া দেশটির উত্তরপূর্বাঞ্চলে ইসলামপন্থিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছে এবং দক্ষিণপূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও অপরাধী দলগুলোর সহিংসতা বিরাজমান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে