Dr. Neem on Daraz
Victory Day

ইমরান খানকে গ্রেফতার করা যাবে না : সুপ্রিম কোর্ট


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৯:৪৫ পিএম
ইমরান খানকে গ্রেফতার করা যাবে না : সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

ঢাকাঃ পাকিস্তানের কোয়েটা শহরের শীর্ষ আইনজীবী আব্দুল রাজ্জাক শার হত্যা মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ৯ আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না। দেশটির সুপ্রিম কোর্ট এ আদেশ দিয়েছে। এদিকে তোশাখানা মামলার বিষয়েও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইসলামাবাদ হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। তিনি আবেদন করেছেন যেন এ মামলার কার্যক্রম বন্ধ করা হয়।

এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, বিচারপতি সাইয়েদ মাজাহার আলী আকবর নকভি ও বিচারপতি মুসারাত হিলালির সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ আগামী ৯ আগস্ট পর্যন্ত হত্যার মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত করেছে। এই সময়ের মধ্যে পিটিশনকারী ইমরান খানকে গ্রেফতার করা যাবে না।

এর আগে তিনি কোয়েটা শহরের শীর্ষ আইনজীবী আব্দুল রাজ্জাক শার হত্যা মামলায় একটি এফআইআর এবং গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হয়েছিলেন।

প্রবীণ আইনজীবী আব্দুল রাজ্জাক শারকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় অজ্ঞাতপরিচয় লোকেরা হত্যা করে। তিনি তখন একটি গুরুত্বপূর্ণ শুনানির জন্য আদালতে যাচ্ছিলেন। 

এর এক দিন পর ওই আইনজীবীর ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়।

আইনজীবী আব্দুল রাজ্জাক শার বেলুচিস্তান হাইকোর্টে একটি সাংবিধানিক পিটিশন দাখিল করেছিলেন। ওই সাংবিধানিক পিটিশনে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধারা ৬-এর অধীনে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।

তবে দেশটির কেন্দ্রীয় সরকার ও পিটিআই দল এই হত্যাকাণ্ডের জন্য এক অপরকে অভিযুক্ত করেছে। তারা কেউ এ ঘটনার দায় নিতে চায় না।

সূত্র : ডন

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে