Dr. Neem on Daraz
Victory Day

ইরানে হিজাব আইন লঙ্ঘন করায় অভিনেত্রীর ২ বছরের কারাদণ্ড


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ১০:০০ পিএম
ইরানে হিজাব আইন লঙ্ঘন করায় অভিনেত্রীর ২ বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

ঢাকাঃ জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় ইরানের একটি আদালত দেশটির প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। বুধবার তাকে এই সাজা দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ বলছে, হিজাব আইন মেনে চলতে ব্যর্থ হওয়ায় আফসানেহ বায়েগান নামের ওই অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ইরানের আইন অনুযায়ী, জনসমক্ষে নারীদের মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক। আদালত বলেছেন, বায়েগানের পরিবারবিরোধী ব্যক্তিত্বের মানসিক ব্যাধি রয়েছে। যে কারণে তাকে চিকিৎসার জন্য দেশটির একটি মানসিক ব্যাধি হাসপাতালে সপ্তাহে অন্তত একবার নিয়ে যাওয়ার এবং চিকিৎসার পর স্বাস্থ্য সংক্রান্ত সনদ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায়ে দেশটির এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার ও আগামী দুই বছরের জন্য ইরান ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন ফারস নিউজ।

৬১ বছর বয়সী এই অভিনেত্রী দেশটিতে এক সিনেমা প্রদর্শনীতে হিজাব না পরে হাজির হয়েছিলেন। পরে সেই অনুষ্ঠানে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় তার বিরুদ্ধে হিজাব পরার আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় তার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড সাজা দেওয়া হয়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে সব নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে