Dr. Neem on Daraz
Victory Day

লটারির ২০টি টিকিট কিনে সবগুলো জিতে পেলেন কোটি টাকা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ১২:৫৩ পিএম
লটারির ২০টি টিকিট কিনে সবগুলো জিতে পেলেন কোটি টাকা

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক ব্যক্তি লটারির ২০টি টিকিট কিনেছিলেন। লটারির সর্বোচ্চ পুরস্কার ছিল পাঁচ হাজার ডলার। লটারি ড্রয়ের সময় দেখা যায়, তার ২০টি টিকিটই প্রথম হয়েছে। লটারি জিতে পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ ডলার (এক কোটি টাকার বেশি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ফক্স নিউজের বরাতে জানিয়েছে, গত ৮ মার্চ লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারির আয়োজকেরা জানান, ফেকরু হিপ্রো নামের ওই ব্যক্তি এর আগে কখনও লটারিতে অংশ নেননি। কিন্তু অজানা কোনো খেয়ালে তিনি টিকেটগুলো কিনেছিলেন। তিনি ২-৫-২-৭ নাম্বর কম্বিনেশনের ২০ টি টিকিট কিনেছিলেন।

হিপ্রো প্রতিটি লটারিতে সর্বোচ্চ পুরস্কার ৫ হাজার ডলার করে মোট ১ লাখ ডলার জিতেছেন। লটারি জেতার পর ফেকরু হিপ্রো সাংবাদিকদের জানিয়েছেন, তিনি কখনোই ভাবেননি যে লটারি জিতবেন। তিনি সাধারণত লটারিতে অংশগ্রহণ করেন না। তবে ৮ মার্চের ড্র নিয়ে তার একটি অনুভূতি কাজ করছিল।

দেশ-বিদেশে বিপুল অর্থের লটারি জেতার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের সেপ্টেম্বরে ভারতের কেরালার এক ব্যক্তি সরকারের একটি লটারিতে ২৫ কোটি রুপি জিতে বিপাকে পড়েছিলেন বলে বিবিসির খবরে জানানো হয়।

লটারি জেতায় গণমাধ্যমের নজরে আসেন অনুপ নামের ওই ব্যক্তি। গণমাধ্যমকর্মীরা তার বাড়িতে ভিড় করতে শুরু করেন। অনুপের লটারি জেতার খবর জানাজানি হয়ে যাওয়ার পর সাহায্যপ্রার্থী অসংখ্য মানুষের ভিড় লেগে যায় তার বাড়িতে। প্রথমে খুশি হলেও এখন সবার যন্ত্রণায় অতিষ্ঠ অনুপ বলছেন, লটারি না জিতলেই ভালো হতো।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে