Dr. Neem on Daraz
Victory Day

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৩:১৯ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

প্রতীকী ছবি

ঢাকাঃ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানী ম্যানিলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা রেকর্ড করা হয়েছে ৬.০ মাত্রা। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশে ছিল।

ভূমিকম্পের পর স্থানীয় কর্মকর্তারা আফটারশক এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন। অগভীর ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরোর পার্বত্য প্রদেশের মারগুসান পৌরসভা থেকে কয়েক কিলোমিটারে আঘাত হানে।

মারগুসানের দুর্যোগ অফিসের একজন কর্মচারী এএফপিকে বলেছেন যে, কর্তৃপক্ষ একটি জাতীয় সড়কে ভূমিধসের বিষয়ে তদন্ত করছে।
তিনি বলেন, 'আমরা অন্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাইনি, তবে আমরা শহরের আশেপাশের গ্রামগুলো পরীক্ষা করছি। অফিসে জিনিসগুলো কেঁপেছে তবে কোনও ক্ষতি হয়নি।'

নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর পাইনি। তবে আমরা আশপাশের গ্রামগুলোতে খোঁজ-খবর নিচ্ছি।’

তিনি আরও বলেছেন, ‘ভূমিকম্পে আমাদের অফিসও কেঁপে ওঠে, কিন্তু কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি।’

মারাগুসান থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত তাগুম পুলিশ স্টেশনের কর্মকর্তা স্টেফেনি ক্লেমেন বলেছেন, ‘ভূমিকম্পটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল এবং এরপর কয়েকবার আফটারশক সংঘটিত হয়।’

বার্তাসংস্থা এপিকে এ পুলিশ কর্মকর্তা আরও বলেছেন, ‘আমরা তাৎক্ষণিক আমাদের ডেস্কের নিচে চলে যাই এবং যখন কম্পন থেমে যায় তখন আমরা সোজা বাইরে চলে যাই। আমরা এখনো বাইরে আছি কারণ এখনো মৃদু আফটারশক আঘাত হানছে।’

এ কর্মকর্তা জানিয়েছেন, যদিও ভূমিকম্পে হয়ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এটি সাধারণ মানুষের মনে ‘প্রচণ্ড ভীতি’ তৈরি করেছিল।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। রিং অফ ফায়ার জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত তীব্র ভূমিকম্পের পাশাপাশি আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের একটি চাপ।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে