Dr. Neem on Daraz
Victory Day

সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার শুরু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০৮:৫২ এএম
সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার শুরু

ঢাকা : ক্ষমতা অপব্যবহারের অভিযোগে মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত বিচারের শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টায় শুনানি কার্যক্রম শুরু করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।

মার্কিন ইতিহাসে ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট যার বিরুদ্ধে এই বিচার হচ্ছে। দুদিনে দুইপক্ষের ১২ ঘণ্টা করে ২৪ ঘণ্টার ম্যারাথন যুক্তিতর্ক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিনেটররা। দুই-তৃতীয়াংশ সদস্য ট্রাম্পের বিপক্ষে ভোট দিলেই ক্ষমতাচ্যুত হবেন ট্রাম্প।

এদিকে অভিশংসন শুনানি শুরুর আগেই সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে দেশ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত বছর ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশী জো বাইডেন ও তার ছেলের দুর্নীতি তদন্তে চাপ দেন ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগ নিয়ে তাকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেন ডেমোক্র্যাটরা।

আগামীনিউজ/এমআর /এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে