Dr. Neem on Daraz
Victory Day

যাত্রীর লাইভে ধরা পড়ল নেপালে বিমান বিধ্বস্তের মুহূর্ত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ১২:২৫ পিএম
যাত্রীর লাইভে ধরা পড়ল নেপালে বিমান বিধ্বস্তের মুহূর্ত

ঢাকাঃ নেপালের পোখারায় ভয়াবহ বিমান দুর্ঘনায় এতে থাকা ৭২ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ১৫ জন বিদেশিও রয়েছেন। এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়াও অনেকের দেহ এখনও উদ্ধার করা যায়নি। এর মধ্যেই সামনে এসেছে বিমান দুর্ঘটনার শেষ মুহূর্তের ভয়াবহ ভিডিও।

নেপালের ইয়েতি এয়ারলাইন্সের বিমানটির যাত্রী ছিলেন সোনু জায়সওয়াল। পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে ফেসবুক লাইভ করছিলেন সোনু। সঙ্গে তার তিন বন্ধুও ছিলেন। সোনুর সেই ফেসবুক লাইভেই ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্ত।

ভিডিওটিতে দেখা যায়, স্বচ্ছ আবহাওয়ায় নীচে ঝকঝক করছে পোখরা শহর। ছোট ছোট ঘরবাড়ি, রাস্তা। বিমানের জানলা দিয়ে সেই দৃশ্যই ফেসবুক লাইভে দেখাচ্ছিলেন সোনু। খুশি ছিলেন। কিন্তু তার সেই আনন্দ মুহূর্তেই বদলে যায় আতঙ্কে। কান ভরে ওঠে যাত্রীদের চিৎকারে।

প্রথমে প্রবল বিস্ফোরণের শব্দ। আর তারপর সঙ্গে সঙ্গেই বিমানের জানলা, যেখান থেকে মাত্র ১০ সেকেন্ড আগেও ছবির মতো পোখরা শহরকে দেখা যাচ্ছিল, সেখানেই দেখা যাচ্ছে আগুনের গনগনে শিখা।

যদিও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটির সত্যতা তারা যাচাই করতে পারেনি।

নেপালের সাবেক সংসদ সদস্য ও নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য অভিষেক প্রতাপ শাহ এনডিটিভিকে ওই ভিডিও পাঠিয়েছিলেন। তিনি জানান, তিনি এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়েছেন। তার ওই বন্ধু এটি পুলিশের কাছ থেকে পান।

এদিকে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করছে নেপাল। উদ্ধার কাজ দ্বিতীয়দিনের মতো চলছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করছে নেপালের বিমান মন্ত্রণালয়। ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধার করলে জানা যাবে আসল কারণ।

পোখারা রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র ২৫ মিনিটের পথ। নেপালে প্লেন দুর্ঘটনায় ২০০০ সাল থেকে অন্তত ৩০৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তাজনিত উদ্বেগ উল্লেখ করে ২০১৩ সাল থেকে নেপালি এয়ারলাইন্সকে আকাশসীমা থেকে নিষিদ্ধ করে।

ভিডিও লিংক: https://twitter.com/handymanbtsea/status/1614788553346629633/mediaViewer?currentTweet=1614788553346629633&currentTweetUser=handymanbtsea

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে