Dr. Neem on Daraz
Victory Day

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চীন


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ১১:৫২ এএম
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চীন

চীনের জিনজিয়াং রাজ্যে রবিবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চীনের সরকারি সংস্থা দ্য চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কানাডিয়ান নিউজ পোর্টাল গ্লোবাল নিউজ।

দ্য চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার বলছে, রবিবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটের দিকে জিনজিয়াংয়ে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। আর ভূগর্ভে এর গভীরতা ছিল ১৬ কিলোমিটার বা ১০ মাইল।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেজাওয়াত কাউন্টি থেকে ৫৬ কিলেমিটার দূরে। আর এই ভূমিকম্পের কারণে কেঁপে উঠেছিল কাশগর ও আর্টাক্স শহর দুটিও।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। আর ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ১১ কিলোমিটার বা ৭ মাইল।

মধ্য এশিয়ার অন্তর্গত হওয়ায় চীনের জিনজিয়াং অঞ্চলে প্রায়শই ভূমিকম্প আঘাত হেনে থাকে। এর আগে ২০০৩ সালে জিনজিয়াং প্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৬৮ জন প্রাণ হারান।

এছাড়া ২০০৮ সালের ১২ মার্চ সিচুয়ানপ্রদেশে ৮ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছিল ৭০ হাজারের বেশি মানুষ।

আগামীনিউজ/ হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে