Dr. Neem on Daraz
Victory Day

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কুল শিক্ষার্থী


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১১:০৮ এএম
মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কুল শিক্ষার্থী

ঢাকাঃ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী প্রিসিলা সাইটিয়েনি মারা গেছেন। কেনিয়ার এই নারীর বয়স ছিল ৯৯ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার নাতি স্যামি চেপসিরর।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ৯০-এরও বেশি বছর বয়সে তার শিক্ষা অর্জনের সংকল্পে অনুপ্রাণিত হয়ে একটি ফরাসি চলচ্চিত্র নির্মিত হয়। পরে সেই চলচ্চিত্রটি ইউনেস্কোর প্রশংসা অর্জন করে।

স্যামি চেপসিরর দ্য স্ট্যান্ডার্ড সংবাদপত্রকে বলেন, “প্রিসিলা সিতিয়েনি বুধবার বুকের ব্যাথাজনিত জটিলতায় নিজ বাড়িতে মারা যান।”

চেপসিরর বৃহস্পতিবার সংবাদপত্রকে বলেন, “প্রিসিলা সুস্থ ছিলেন, মৃত্যুর তিন দিন আগ পর্যন্ত  ক্লাস করেছেন। বুকের ব্যাথার কারণে শেষ কয়েকদিন তিনি স্কুলে যেতে পারেননি।” খবর এএফপি'র।

তিনি আরও বলেন, “আমরা তার শতায়ু জীবনের জন্য কৃতজ্ঞ। তিনি আমাদের সবাইকে গর্বিত করেছেন।”

ইউনেস্কোর মতে, ৯৪ বছর বয়সে কেনিয়ার রিষ্ট ভ্যালি গ্রামের স্থানীয় স্কুলের প্রধান শিক্ষককে রাজি করিয়ে তিনি স্কুলে ভর্তি হন। এই বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কারণে তিনি তার সম্প্রদায় ও এর বাইরে রোল মডেল হিসেবে প্রশংসা কুড়ান।

২০২১ সালে জাতিসংঘের একটি সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে প্রিসিলা সিতিয়েনি জানান, তার উদ্দেশ্য ছিল কেনিয়ার অল্পবয়সী মায়েদের সন্তান হওয়ার পরে লোকলজ্জা বা সামাজিক কলঙ্কের ভয়ে স্কুল ছেড়ে দেওয়ার পরিবর্তে স্কুলে ফিরে যেতে উদ্বুদ্ধ করা।

তিনি আরও বলেন, “শিক্ষা আপনার ভবিষ্যৎ। শিক্ষা চিরকাল আপনার মাথায় থাকে এবং একবার এটি পেলে আপনি তা হারাবেন না।”

তার প্রচেষ্টায় উদ্বুদ্ধ হয়ে “গোগো” নামে একটি ফরাসি চলচ্চিত্র নির্মিত হয়। ২০২১ সালে প্রথমবারের মতো তিনি বিমানে করে ফ্রান্সে গিয়ে ফার্স্ট লেডি ব্রিজিৎ ম্যাক্রোর সঙ্গে দেখা করেন।

ফরাসি চলচ্চিত্রটির কো-রাইটার প্যাট্রিক পেসিস বৃহস্পতিবার তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি টুইট করে বলেন, “নারী শিক্ষা বিষয়ে প্রিসিলা সিতিয়েনির বার্তা অমর হয়ে থাকবে।”

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে