Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় শনাক্ত নামল ১ লাখ ৩২ হাজারে, মৃত্যু সাড়ে ৬ শতাধিক


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৯:১২ এএম
বিশ্বে করোনায় শনাক্ত নামল ১ লাখ ৩২ হাজারে, মৃত্যু সাড়ে ৬ শতাধিক

ঢাকাঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ লাখ ৩২ হাজার ১২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯৫৯ জন।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৪ হাজার ৫২০ জনের। আর মোট শনাক্ত হয়েছে ৬৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৮৯৩ জনের। মোট সুস্থ হয়েছেন ৬১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে তাইওয়ানে, ২২ হাজার ৬৩৪ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ৫৯ জন।

অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে ১১২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৬৮ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৭২১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯৫ হাজার ৩১৫ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৫০ জন, রাশিয়ায় ৭১ জন, থাইল্যান্ড ও পেরুতে ৩৩ জন করে, ফিলিপাইনে ৪১ জন এবং ইন্দোনেশিয়ায় ৩৪ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮ জন।

এমইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে