Dr. Neem on Daraz
Victory Day

সৌদি আরবে স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০১:৪৯ পিএম
সৌদি আরবে স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান

ঢাকাঃ সৌদি আরবের মদিনা অঞ্চলে স্বর্ণের খনি পাওয়া গেছে। স্বর্ণের খনির পাশাপাশি পাওয়া গেছে তামার খনিও। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মদিনা অঞ্চলের অন্তত চারটি স্থানে বিশাল আকারের খনি আবিষ্কার হয়েছে। এতে বিপুল পরিমাণে স্বর্ণ, তামা ও দস্তার মজুত রয়েছে।

সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এসজিএস জানিয়েছে, সোনার খনির অবস্থান মদিনা অঞ্চলের উম্মাল-বারাক হেজাজের ঢাল আবাল-রাহার সীমানার মধ্যে। 

সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট বিশেষ তামা উৎপাদনে সহায়ক। চলতি বছরেই স্বর্ণ ও তামার খনিগুলো উৎপাদনে যেতে সক্ষম।

এছাড়া, ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকার চার স্থানে তামার আকরিক আবিষ্কৃত হয়েছে। নতুন এ খনি ৪০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে। 

নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে এবং দেশটির ভিশন-২০৩০ বাস্তবায়নের পথ সহজ হবে।

গত মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে। এতে খনি খাতের টেকসই উন্নয়নও স্থান পায়।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে