ঢাকাঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গাড়ি। জানা গেছে, দুর্ঘটনায় সামান্য জখম হয়েছেন তিনি। তবে আঘাত গুরুতর নয়।
রাজধানী কিভের উপকণ্ঠে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে জেলেনস্কি ও তার কনভয়ের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে একটি যাত্রীবাহী গাড়ি ধাক্কা মারে বলে ইউক্রেন সরকারের মুখপাত্র সের্গেই নিকিফোরব নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরও বলেন, একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ইউক্রেন সেনাদের প্রত্যাঘাতে গত সপ্তাহে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়ুম শহর হারিয়েছে রাশিয়া। এরপর খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী শহর বারলুকও হাতছাড়া হয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনীর।
এমন পরিস্থিতিতে বুধবার জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার অঞ্চল এরই মধ্যে মুক্ত করেছেন তারা।
এমএম