Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় ১২৩১ মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখের নিচে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০৯:০৭ এএম
বিশ্বে করোনায় ১২৩১ মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখের নিচে

ঢাকাঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪ লাখ ৬৬ হাজার ৭১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮ লাখ ৫২ হাজার ৩১৫ জন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৫৬৭ জনের। আর মোট শনাক্ত হয়েছে ৬০ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৬৪ জনের। মোট সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৭৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ১৭ হাজার ৮৭৫ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ হাজার ১৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১১২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৬০৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৬ হাজার ৮২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৮ লাখ ৯৩ হাজার ১৫১ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৫৯ জন, ফ্রান্সে ৭৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৬৫ জন, ইতালিতে ৭৫ জন, ইরানে ৬২ জন, চিলিতে ৩৪ জন এবং ইসরায়েলে ৫৬ জন মারা গেছেন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে