Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে করোনায় ১৯৬৯ মৃত্যু, শনাক্ত ৭ লাখ ৪৩ হাজার


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০২২, ১০:০৯ এএম
বিশ্বে করোনায় ১৯৬৯ মৃত্যু,  শনাক্ত ৭ লাখ ৪৩ হাজার

ঢাকাঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭ লাখ ৪৩ হাজার ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৫০৩ জন।

শনিবার (২০ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৬৯ হাজার ১৮৩ জনের। আর মোট শনাক্ত হয়েছে ৫৯ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৬০৩ জনের। মোট সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৭৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এসময়ে মারা গেছেন ৩২৬ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৫ হাজার ৬৯৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৩০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৫ হাজার ৫১৫ জন।

এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৬১ হাজার ২৫২ জন। দেশটিতে এ সময়ে করোনায় ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেলেন ৩৬ হাজার ২৩৪ জন। এছাড়া মোট শনাক্ত হয়েছে এক কোটি ৬৪ লাখ ২৩ হাজার ৫৩ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২০ হাজার ২৩৬ জন। এ সময়ে করোনায় মারা গেছেন ৭৪ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হলো তিন কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৯২২ জন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৫০১ জন।

তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৮১ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হলো তিন কোটি ৪২ লাখ ৬৪ হাজার ২৩৭ জন। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৮২ হাজার ৪৫৭ জন।

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫১৮ জন। তবে এ সময়ে দেশটিতে করোনায় মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হলেন মোট ৪ কোটি ৪৩ লাখ ২৫ হাজার ১৩৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ২৫৩ জন।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৮ হাজার ৭৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এ সময়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের।

এছাড়া ইতালিতে একদিনে ১২৪ জন, অস্ট্রেলিয়ায় ৭২ জন, ফ্রান্সে ৭৪ জন, রাশিয়ায় ৬৫ জন, স্পেনে ৭৪ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৭৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে