Dr. Neem on Daraz
Victory Day

সমুদ্র সৈকতে খেলতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, নিখোঁজ মেয়ে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ১১:০৪ এএম
সমুদ্র সৈকতে খেলতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, নিখোঁজ মেয়ে

ঢাকাঃ মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সমুদ্র সৈকতে খেলার সময় এক ভারতীয় নাগরিক ও তার ছয় বছর বয়সী ছেলে ডুবে মারা গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির নয় বছরের আরেক মেয়ে শ্রুতি এখনো নিখোঁজ রয়েছে।

বুধবার (১৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ নিহত শশিকান্ত মহামানে (৪২) ও তার ছেলে শ্রেয়াসের (৬) মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিখোঁজ শশিকান্তের মেয়ে শ্রুতিকে (৯) খুঁজতে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারীরা।

এ ঘটনার ভিডিও করেন সৈকতে থাকা অন্য এক পর্যটক। ওই ভিডিওতে দেখা যায়, শ্রুতি ও শ্রেয়াস পানিতে খেলার সময় হঠাৎ প্রবল ঢেউয়ের কবলে পড়ে। এরপর তাদের বাবা শশিকান্ত তাদের বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন। কিন্তু ঝাঁপিয়ে পড়ার পর তিনিও পানিতে তলিয়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহরাষ্ট্রের শশীকান্ত দুবাইয়ের বাসিন্দা ছিলেন। সেখানকার একটি সংস্থায় তিনি সেলস ম্যানেজারের কাজ করতেন। সম্প্রতি স্ত্রী ও দুই সন্তানসহ তারা সপরিবারে ওমানে বেড়াতে গিয়েছিলেন। সেখানে বুধবার সমুদ্রের কাছে শশীকান্তর ছয় বছরের ছেলে শ্রেয়াস এবং নয় বছরের মেয়ে শ্রুতি খেলা করছিল। হঠাৎ সমুদ্রের উঁচু ঢেউ তীরে আছড়ে পড়ে। ঢেউ এ সময় শ্রেয়াস ও শ্রুতিকে টেনে নিয়ে যেতে থাকে। সেটি দেখে শশীকান্ত তাদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। কিন্তু ঢেউয়ের তীব্রতা তাকেও সমুদ্রে টেনে নিয়ে যায়।

পরে উদ্ধারকারী দল শশীকান্ত ও তার ছয় বছরের ছেলে শ্রেয়াসের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে মেয়ে শ্রুতি।

মহারাষ্ট্রে যে এলাকার শশীকান্ত বাসিন্দা ছিলেন সেখানে তার পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এরইমধ্যে ওমানের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে এমন ঘটনা যে ঘটতে পারে তা এলাকার মানুষ বিশ্বাস করতে পারছেন না।

শশিকান্তের ভাই জানান, গত রোববার তার ভাই পরিবারসহ দুবাই থেকে প্রতিবেশী দেশ ওমানে একদিনের সফরে গিয়েছিলেন। আর সেখানেই এমন দুর্ঘটনার শিকার হন তারা।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে