Dr. Neem on Daraz
Victory Day

গুগলকে জরিমানা করল রাশিয়া


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ১১:৫৯ এএম
গুগলকে জরিমানা করল রাশিয়া

ঢাকাঃ বিতর্কিত ভিডিও সরাতে ব্যর্থ হওয়ায় গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনকে জরিমানা করেছেন মস্কোর একটি আদালত।

‘প্রশাসনিক লঙ্ঘনের’ অভিযোগ এনে মার্কিন এ টেক জায়ান্টকে দুই ধাপে মোট ১১ মিলিয়ন রুবল (১ লাখ ৩৫ হাজার ডলার) জরিমানা করা হয়েছে।

মস্কোর তেগানস্কি জেলা আদালত বলেছেন, ইউক্রেনে রুশ সেনাদের পরাজয় ও বেসামরিকদের হতাহতের ‘ ‘অসত্য তথ্য’ বিতরণ করেছে। সংবাদ সংস্থা তাসের বরাতে এমনটি জানিয়েছে বিবিসি।

অভিযোগে যে দুটি ভিডিওর কথা বলা হয়েছে, এর একটিতে রুশ সেনাদের সঙ্গে তাদের পরিবারের কথোপকথনের বিষয়টি দেখানো হয়েছে। 

ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বিদেশি কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম রাশিয়ায় বন্ধ রয়েছে। তবে সেখানে ইউটিউব এখনো উন্মুক্ত।

রুশ কমিউনিকেশন ওয়াচডগ এর আগে বলেছিল, ইউটিউবে মিথ্যা ছড়ানোর দায়ে গুগলকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে।  মার্কিন এ কোম্পানিটিকে সতর্ক করে রাশিয়া বলেছিল, তাদের কথা না মানলে জরিমানা করা হবে।

এর আগেও রাশিয়ায় গুগল জরিমানার মুখে পড়েছিল। ২০১২ সালে প্রতিষ্ঠানটিকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল (৯০ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছিল। অপরাধ ছিল রাশিয়ায় অবৈধ এমন কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়া।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে