Dr. Neem on Daraz
Victory Day

এবার অস্ট্রেলিয়াও অস্ত্র পাঠাবে ইউক্রেনে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১১:৫৯ এএম
এবার অস্ট্রেলিয়াও অস্ত্র পাঠাবে ইউক্রেনে

ঢাকাঃ রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দিয়েছেন।

রোববার সকালে মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া সব সময় ইউক্রেনের মানুষের অধিকার নিশ্চিত করতে তাদের পাশে থাকবে। যেভাবে তাদের সহায়তা করা যায়, অস্ট্রেলিয়া সবধরনের চেষ্টাই করবে।’

আগেই ইউক্রেনকে অতি প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছিলো অস্ট্রেলিয়া। এ বিষয়ে মরিসন বলেন, ‘আমরা আমাদের ন্যাটোর মিত্র দেশ বিশেষ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে সেখানে প্রাণঘাতী অস্ত্রও পাঠাতে পারি।’

এছাড়া ইউক্রেনীয়দের ভিসা প্রাপ্তির বিষয়টিও সহজ করার বিষয়ে কাজ করছে অস্ট্রেলিয়া প্রশাসন, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মরিসন।

এর আগে ক্যানবেরার পক্ষ থেকে বলা হয়েছিল যে, প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করা হবে। রোববার সকালে সিডনির একটি গির্জায় ইউক্রেনিয়ান-অস্ট্রেলিয়ানদের সঙ্গে প্রার্থনায় যোগ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এরপরেই তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহে তহবিল গঠনের ঘোষণা দেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো জানিয়েছে, তারা রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেবে। ফলে রাশিয়ার কোনো বিমান আর ইউরোপের আকাশসীমা ব্যবহার করে চলাচল করতে পারবে না। রাশিয়ার তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে কবে এই নিষেধাজ্ঞা জারি হবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। যদিও ইতোমধ্যেই রাশিয়ার বিমান চলাচলে যুক্তরাজ্য, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়া তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এবার ইউরোপের অন্যান্য দেশও নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে।

এছাড়া বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকেও রাশিয়াকে বাদ দিতে সম্মত হয়েছে জার্মানি ও তার পশ্চিমা মিত্ররা। এছাড়া ধনী রাশিয়ানদের গোল্ডেন পাসপোর্টও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে তৃতীয় দফা নিষেধাজ্ঞা নির্ধারণ করার প্রক্রিয়া চলছে। স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জার্মান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে