Dr. Neem on Daraz
Victory Day

ইউক্রেনের হাতে ৩৫০০ রুশ সেনা নিহত, বন্দি আরও ২০০


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০২:৪৫ পিএম
ইউক্রেনের হাতে ৩৫০০ রুশ সেনা নিহত, বন্দি আরও ২০০

ঢাকাঃ ইউক্রেনে চলমান অভিযানে সাড়ে তিন হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে।

ইউক্রেনের সেনাবাহিনীর ফেসবুক পেজে বলা হয়, কিয়েভে আগ্রাসন চালানো রুশ সেনাদের মধ্যে সাড়ে তিন হাজারের বেশি সদস্য নিহত হয়েছে, বন্দি করা হয়েছে অন্তত ২০০ জনকে।

এতে আরও বলা হয়, ১৪টি বিমান, ৪টি হেলিকপ্টার এবং ১০২টি রুশ ট্যাংক ধ্বংস করা হয়েছে। বিবিসি অবশ্য এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। রাশিয়াও এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও দাবি করছে, রাশিয়ার ১৪টি বিমান, আটটি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

তবে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এমন দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার পক্ষ থেকেও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য স্বীকার করা হয়নি।

এদিকে, ইউক্রেনে সকাল যত ঘনিয়ে আসছে, দেশটির রাজধানী কিয়েভে তীব্রতর হচ্ছে লড়াই। খবর বিবিসির।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, কিয়েভের ভাসিলকিভ এলাকায় ‘প্রচণ্ড লড়াই চলছে।’

ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে—ইউক্রেনের রাজধানীর রাস্তায় রাস্তায় এখন ‘লড়াই’ চলছে। এর আগে কিয়েভ সরকারও এক বিবৃতিতে যুদ্ধের খবর নিশ্চিত করেছে। সরকার কিয়েভের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে এবং জানালা বা বারান্দার কাছে না যেতে সতর্ক করেছে।

সাংবাদিকদের দেওয়া তথ্য বলছে—শহরের রাস্তায় রাস্তায় যুদ্ধ শুরু হয়েছে। অনেকেই শহরের কেন্দ্রস্থলের খুব কাছে বিস্ফোরণের বিকট শব্দ ও গুলির আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন।

এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও বলেছে—তাদের সৈন্যরা এরই মধ্যে বেশ কয়েকটি রুশ ‘শত্রু লক্ষ্যবস্তু’ গুলি করে ধ্বংস করেছে এবং রুশ সৈন্যদের ইউক্রেনের কোনো শহর দখল করতে দেয়নি।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে