Dr. Neem on Daraz
Victory Day

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৯:০৪ এএম
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলের একটি মহাসড়কে একটি যাত্রীবোঝাই গাড়ি উল্টে গেলে ও পরে সেটি সড়কের পাশে নিচু জায়গায় পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরে কাছে অবস্থিত ওই মহাসড়কে শনিবার এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কটি গুয়ানাজুয়াতো প্রদেশের সঙ্গে জালিসকো প্রদেশের সংযোগ করেছে। ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়ই এই মহাসড়ক ধরেই সান জুয়ান দ্য লস রাগোস শহরের একটি ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করে ধাকেন।

এক টুইট বার্তায় জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিশুসহ ১২ জন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। নিহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় কারের ভেতরে আটকা পড়েন ৭ জন।

দুর্ঘটনাটি ঘটে লাগোস দে মোরেনো শহরের কাছের একটি হাইওয়েতে। এটি কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতো এবং জালিস্কোকে সংযুক্ত করেছে। এমন একটি সময় এ দুর্ঘটনা ঘটলো যখন ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়শই নিকটবর্তী শহর সান জুয়ান দে লস লাগোসের একটি মন্দির দর্শনে যান।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে