Dr. Neem on Daraz
Victory Day

সাড়ে সাত মাস পর করোনায় এত সংক্রমণ দেখল ভারত


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ১২:৪৭ পিএম
সাড়ে সাত মাস পর করোনায় এত সংক্রমণ দেখল ভারত

ঢাকাঃ ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। চলতি মাসের শুরুর দিকে যেখানে দৈনিক সংক্রমণ ১০-১৫ হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা ১০ দিনে দেড় লাখ অতিক্রম করেছে।২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন। একইদিন প্রাণঘাতী ভাইরাসে মারা গেছেন ১৪৬ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আক্রান্তের হার গতকালের চেয়ে ১২.৫ শতাংশ বেশি।

সোমবার (১০ জানুয়ারি) প্রকাশিত দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন। এটি গত বছরের ২৭ মের পর সর্বোচ্চ শনাক্ত। সেদিন সংক্রমিত হয়েছিল ১ লাখ ৭৯ হাজার ৭৭০ জন। অর্থাৎ সাড়ে ৭ মাস পর ভারতে দৈনিক সংক্রমণে রেকর্ড হলো।

এ নিয়ে সংক্রমিত রোগী ৩ কোটি ৫৭ লাখ ছাড়ালো। আর করোনায় আক্রান্ত হয়ে এদিন ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিন ৪১০ জন ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো চার হাজার ৩৩ জন।

এর মধ্যে মহারাষ্ট্রে সবেচেয়ে বেশি আক্রান্ত। নতুন করে রাজ্যটিতে ৪৪ হাজার ৩৮৮ জনের নমুনায় করোনা পাওয়া গেছে। এছাড়া, মারা গেছেন ১২ জন।

এদিকে আগামী মাসে উত্তর প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। তার আগেই পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশে শনাক্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।

এদিকে আগামী মাসে উত্তর প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। তার আগেই পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় উত্তর প্রদেশে শনাক্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।

সংক্রমণ বৃদ্ধির জন্য ওমিক্রন ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আক্রান্তের অনেকেই ওমিক্রনে সংক্রমিত। এ পর্যন্ত দেশটির ২৭টি রাজ্যের ৪ হাজারের বেশি ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে ভারতে বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে সরকার। 

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে