ঢাকাঃ তাইওয়ানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় সোমবার (৩ জানুয়ারি) বিকেলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে এ ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি থেকে ৬৬ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ২৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।
শক্তিশালী এ ভূকম্পনের প্রভাব তাইয়ানের রাজধানী তাইপেই ছাড়াও চীনের মূল ভূখণ্ড এবং প্রতিবেশী জাপান ও ফিলিপাইনেও অনুভূত হয়েছে।
তাইওয়ানের আবহাওয়া ব্যুরো বলেছে, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এএফপিতে প্রকাশিত খবরে জানা যায়, ভূমিকম্পের সময় সেখানকার ভবনগুলো ভয়ংকরভাবে দুলছিল। তিনি বলেন, কম্পন অন্তত ২০ সেকেন্ড স্থায়ী ছিল এবং মাটি ডানে-বামে নড়ছিল।
দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ঘটে। গত অক্টোবরে উত্তরপূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সৌভাগ্যবশত এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে ২০১৮ সালে হুয়ালিয়েনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৭ জন প্রাণ হারান, আহত হন প্রায় ৩০০ জন।
আগামীনিউজ/নাসির