Dr. Neem on Daraz
Victory Day

বিশ্বে প্রায় সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ১০:৪০ এএম
বিশ্বে প্রায় সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

ঢাকাঃ যুক্তরাষ্ট্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়া নাজুক অবস্থার সৃষ্টি করেছে। এবারের ক্রিস্টমাস মৌসুমে দেশটিতে শনিবার সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ দিন সারা বিশ্বে ৪ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লাইটই আড়াই হাজারের বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টিন নিয়ে একরকম যুদ্ধ করতে হচ্ছে এয়ারলাইন্সের। এর সঙ্গে যোগ হয়েছে দেশটির মধ্যভাগের প্রবল তুষারপাত। শুধু  শিকাগোর ও’হারে ও মিডওয়ে বিমানবন্দরে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, ‘ওমিক্রন সংক্রমণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবারের এই ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা বিষয়টি যাত্রীদের আগেই জানিয়েছি, যাতে তারা পুনরায় টিকিট বুক করতে বা বিকল্প ব্যবস্থা নিতে পারে।’

ক্রিস্টমাস উপলক্ষে ছুটি শেষে রবিবার মানুষের বাড়ি ফেরার কথা, বিন্তু তীব্র শীত আর তুষার পাত তাতে ব্যাঘাত সৃষ্টি করলো।

সিকাগোর ও’হারে বিমানবন্দরে আটকেপড়া একজন যাত্রী এবিসি নিউজকে বলেন, ‘অনেক দিন ধরে আটেক আছি। এভাবে আর চলতে পারে না। পেট চলাতে গেলে কিছু তো করতে হবে।’

গত ২৪ ডিসেম্বর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে