Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করাই ছিল ভুল: আশরাফ গানি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ০৯:২৯ এএম
যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করাই ছিল ভুল: আশরাফ গানি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি জানান, তিনি বুঝতে পেরেছিলেন তালেবানের দ্রুত ক্ষমতা দখলের জন্য কেন আফগান জনগণ তাকে দোষারোপ করেছিল। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সহযোগী দেশগুলোকে বিশ্বাস করাই ছিল তার একমাত্র ভুল।  

দেশ ছেড়ে পালানোর পর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট।

বিবিসির সাময়িক ঘটনাবলীর বেতার অনুষ্ঠান ‘টুডে’র অতিথি সম্পাদক সাবেক ব্রিটিশ প্রতিরক্ষা স্টাফ প্রধান জেনারেল নিক কার্টারের এক প্রশ্নের উত্তরে গানি বলেন, ১৫ আগস্ট সকালেও তিনি একবারের জন্যও ভাবেননি যে সেদিনই বিকালে তিনি দেশ ছেড়ে পালাবেন। ভাবেননি সেটাই আফগান মাটিতে তার শেষ দিন। বিমান আকাশে উড়ার পর তিনি অনুধাবন করেন, আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে দেশটির সাবেক প্রেসিডেন্ট বলেন, কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে কথিত শান্তি চুক্তি করেছিল আমেরিকা। সেই সময়ই তার সরকারকে দূরে ঠেলে দেয় ওয়াশিংটন।

তিনি বলেন, মার্কিনীদের আচরণে মনে হতো যেন তালেবান ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি আমেরিকার ইস্যু ছিল, আফগানিস্তানের নয়। বলেন, ‘আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওই চুক্তি হয়েছে। তালেবানের সঙ্গে বসার কোনো সুযোগই আমাদেরকে কখনো দেয়া হয়নি। প্রকৃতপক্ষে তারা আমাদেরকে একেবারে ভুলেই গিয়েছিল।’

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন সরকার তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে যাতে আফগানিস্তান থেকে আমেরিকা ১২ হাজার সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেয়। এর বিনিময়ে তালেবান যোদ্ধারা মার্কিন সেনাদের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

আমেরিকায় সরকার পরিবর্তনের পর জো বাইডেন ক্ষমতায় এসে মে মাসের পরিবর্তে ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা বলেন। 

এর আগেই (১৫ আগস্টের মধ্যে) আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান এবং আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান।.

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে