Dr. Neem on Daraz
Victory Day

ওমিক্রনের থাবায় বিশ্বজুড়ে বাতিল ৬৩০০ ফ্লাইট


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৫:০০ পিএম
ওমিক্রনের থাবায় বিশ্বজুড়ে বাতিল ৬৩০০ ফ্লাইট

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কে ক্রিসমাস উইকেন্ডে সারা বিশ্বে ছয় হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিলম্বিত হয়েছে আট হাজারের বেশি ফ্লাইট।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর একটায় ফ্লাইট বাতিলের সংখ্যা ইতোমধ্যে ১১০০ অতিক্রম করেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম জানিয়েছে এই তথ্য।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে শনিবার প্রায় দুই হাজার ৮০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৯৭০টিরও বেশি যুক্তরাষ্ট্র থেকে আসা-যাওয়ার ফ্লাইট। এছাড়া আট হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।

বিমানের পাইলট, ফ্লাইট অ্যাটেনডেন্ট ও অন্যান্য কর্মকর্তারা কোভিড সংক্রমণ বাড়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ছেন, যা ভ্রমণের মৌসুমে লুফথানসা, ডেলটা, ইউনাইটেড এয়ারলাইন্স, জেট ব্লু, আলাস্কা এয়ারলাইন্সসহ অন্যান্য স্বল্প সংখ্যক স্টাফ নিয়ে চলাচল করা এয়ারলাইন্সগুলোকেও ফ্লাইট বাতিল করতে বাধ্য করছে।

এরকম অবস্থায় যুক্তরাষ্ট্রের একজন ক্রুদ্ধ নাগরিক এয়ারলাইন্সের উদ্দেশ্য রোববার এক টুইটে বলেন, ‘সাহায্য করুন, ইউনাইটেড আবারও ফ্লাইট বাতিল করেছে। আমি বড়দিন উপলক্ষে বাড়িতে যেতে চাই।’

ফ্ল্যাইটঅ্যাওয়ার জানায়, ইউনাইটেড এয়ারলাইন্স শুক্রবার ২০০ ফ্লাইট বাতিল করে এবং এবং শনিবার প্রায় ২৫০ ফ্লাইট বাতিল করে।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফাউসি বড়দিনের পর ওমিক্রন আরও খারাপভাবে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলেন। তারই ফলশ্রুতিতে মূলত এ কারণেই বিশ্বব্যাপী বড়দিনের ফ্লাইট বাতিল হচ্ছে।

ডেল্টা এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, ‘বড়দিনের ছুটি উপলক্ষে প্রতিবছরই বিপুল যাত্রীর চাপ থাকে। বিগত বছরগুলোতে আমরা ভালোভাবেই সেই চাপ সামলেছি। কিন্তু এবার যে পরিস্থিতি, তাতে আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না।’

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে